পবিত্র ঈদ-উল ফিতরে সাংসদ আব্দুল্লাহ নাহিদ নিগার সাগরের শুভেচ্ছা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪
পবিত্র ঈদ উল ফিরত উপলক্ষে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর নির্বাচনী আসন সুন্দরগঞ্জ উপজেলার সকল জনসাধারণের উদ্দেশ্যে পবিত্র ঈদ-ঈল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ফিরে পায় পবিত্র ঈদ উল ফিতর।
পবিত্র ঈদ উল ফিতর হচ্ছে মুসলমানের সবচেয়ে খুশির একটি দিন ও ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব ঘিরে দীর্ঘ একমাস রোজা থেকে তারাবী নামাজ আদায়ের পর চাঁদ দেখে ঈদ উল ফিতরের উৎসব পালন করা হয়।
এই বিশেষ দিনে সকল মুসলিম একসঙ্গে ঈদগাহ মাঠে নামাজ আদায় করে আল্লাহর নিকট সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে মাদক বিক্রিতে বাঁধা প্রদানে স্ত্রীকে হত্যা চেষ্টা
৩০ দিন রমজান মাসের রোজা থাকার পর চাঁদ দেখে ঈদুল ফিতরের উৎসব পালন করা হয়। এই বিশেষ দিনে সকল মুসলিম ভাই মিলে একসঙ্গে ঈদগাহ মাঠে নামাজ পরে আল্লাহর নিকট সুখ ও শান্তি কামনা করা হয়।
এছাড়াও নামাজের পর একজন আরেকজনের সাথে কোলাকুলি করে পবিত্র ঈদ উল ফিতরের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। আবার ঈদ উল ফিতরে উৎসবে সবাইকে আনন্দ ও বিনোদন দেওয়ার জন্য অনুষ্ঠান করা হয়। আর আমরা এই অনুষ্ঠানে সবাই একত্রিত হয়ে আনন্দ উপভোগ করে থাকি। প্রতি বছরেই পবিত্র ঈদ উল ফিতর উৎসব একবার করেই আসে। তাই সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এমএল/