Logo

ঈদে নতুন গানে যাযাবর পলাশ

profile picture
জনবাণী ডেস্ক
৯ এপ্রিল, ২০২৪, ২৩:৩৫
127Shares
ঈদে নতুন গানে যাযাবর পলাশ
ছবি: সংগৃহীত

একদম পরিকল্পনা ছাড়াই হুট করে এই নতুন গানের আয়োজন

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন গান নিয়ে আসলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী যাযাবর পলাশ। গানের শিরোনাম 'যাবি যদি চলে যা'। যাযাবর পলাশের নিজের গীতি কবিতায় এই গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন এই সময়ের ব্যস্ততম সঙ্গীত পরিচালক এপি তুষার। 

এপি তুষার এর সঙ্গীতে কণ্ঠশিল্পী যাযাবর পলাশের এটাই প্রথম কাজ। তাই এই গানটি নিয়ে তারা ভীষণ আশাবাদী। যাযাবর পলাশের কণ্ঠে 'যাবি যদি যা' শিরোনামের নতুন এই গানটি 'এপি তুষার' ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। 

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে এপি তুষার জানালেন, 'যাবি যদি চলে যা' গানটির কথা গুলো অসাধারণ। গানটির কথা লেখার পাশাপাশি যাযাবর পলাশ দারুণ গেয়েছেন। আশাকরি শ্রোতাদের মনে দোলা দিবে এই গানটি। সবাই দোয়া করবেন। 

বিজ্ঞাপন

যাযাবর পলাশ বললেন, একদম পরিকল্পনা ছাড়াই হুট করে এই নতুন গানের আয়োজন। তুষার ভাই অনেক গুণী মানুষ। তার সাথে আমার প্রথম কাজ এটা। আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। আশাকরি সবার ভালো লাগবে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD