ইউএসএআইডি এবং সিমিট প্রতিনিধি দলের বারি পরিদর্শন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪


ইউএসএআইডি এবং সিমিট প্রতিনিধি দলের বারি পরিদর্শন
ছবি: সংগৃহীত

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং সিমিট প্রতিনিধি দল শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।


প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এ সময় বারি’র উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন ড. মো. শওকত আলী খান, প্রধান বৈজ্ঞানিক কমকর্তা, মহাপরিচালক মহোদয়ের দপ্তর। 


আরও পড়ুন: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে টিএ প্রকল্পের কর্মশালা


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএইড’র প্রোডাকশন সিস্টেম স্পেশালিস্ট ড. জেসারি পি স্ট্রুয়ার্ট সিমিট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ ড. ট্রিমোথি জে ক্রুপনিক, বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ) ড. মো. নূরুল আমিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ) ড. আশীষ কুমার সাহা এবং বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ। 


প্রতিনিধি দল পরে বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।


এমএল/