৪২.৩ ডিগ্রির তাপে পুড়ছে চুয়াডাঙ্গা, হচ্ছে মাইকিং
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪
চুয়াডাঙ্গায় শুরু হয়েছে অতি তীব্র তাপপ্রবাহ ।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে জেলায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা পাঁচ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা এ জেলায়।
আরও পড়ুন: তীব্র গরম, চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, শনিবার বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় রেকর্ড তাপমাত্রা; স্বাস্থ্য সচেতনতায় মাইকিং
এ সময় বাতাসের আদ্রতা ছিলো ১৮ শতাংশ। আগেরদিন শুক্রবার তাপমাত্রা ছিলো দেশের সর্বোচ্চ ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
জেবি/এসবি