শরীয়তপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪


শরীয়তপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ছবি: প্রতিনিধি

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে পুড়ছে সারাদেশ। খাল-বিলে, পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে। বৃষ্টির দেখা নেই বহুদিন। তাই এই অবস্থা  থেকে মুক্তি পেতে শরীয়তপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার  (২৫ এপ্রিল) সকাল ১০টায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। 


আরও পড়ুন: রাজধানীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়


নামাজে অংশ নেওয়া একজন মুসুল্লি জানান, টানা ক‌য়েক‌ দি‌নের প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।প্রখর রো‌দের কার‌ণে জী‌বিকা নির্বাহের তা‌গি‌দে বাইরে বের হ‌তে পার‌ছে না শ্রমজী‌বী মানু‌ষ। বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় ও বিশেষ দোয়া করা হয়। 


আরও পড়ুন: বৃষ্টি প্রার্থনায় নরসিংদীতে ইসতিসকার নামাজ আদায়


নামাজ পরিচালনাকারী ইমাম বলেন, তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে এই নামাজ পড়া হয়। মূলত এটি সুন্ন‌তি আমল। এ নামাজ ঈদের নামা‌জের ম‌তো। নামাজ শে‌ষে খুৎবা পাঠ করা হয়। তারপর আল্লাহর দরবা‌রে বৃষ্টির জন‌্য দোয়া কামনা করা হয়।


জেবি/এসবি