বারিতে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক প্রশিক্ষণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪


বারিতে জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক প্রশিক্ষণ
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে ইনস্টিটিউট এর সেমিনার রুমে বিজ্ঞানী-কর্মকর্তাদের জাতীয় শুদ্ধাচার কৌশল এর উপর একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এই জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে বারি’র ৪০ জন বিজ্ঞানী-কর্মকর্তা অংশগ্রহণ করেন।


আরও পড়ুন: বিশেষজ্ঞ প্যানেল ও বারি’র জ্যেষ্ঠ বিজ্ঞানীদের মতবিনিময় কর্মশালা


পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণে কো-অর্ডিনেট এর দায়িত্ব পালন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আবদুর রাজ্জাক। 


উল্লেখ্য রাষ্ট্রীয়ভাবে প্রজাতন্ত্রের কর্মকর্তা/কর্মচারী তাদের স্বস্ব ক্ষেত্রে মান উন্নয়ন এবং দায়িত্বশীলতা বাড়াতে এ কর্যক্রম চালু হয় যা এখনো পর্যন্ত রয়েছে।


এমএল/