ভেড়ামারায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪


ভেড়ামারায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়
ছবি: প্রতিনিধি

 কুষ্টিয়ার ভেড়ামারায় ওলামা পরিষদের আয়োজনে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। দেশব্যাপী চলমান তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। প্রচন্ড খরায় দেখা দিয়েছে ফসল হানির শঙ্কা। সেই সাথে প্রাণী ও জীবকূল রয়েছে হুমকির মুখে। এই থেকে পরিত্রানের উপায় হিসেবে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় প্রচন্ড রোদ্রে খোলা ময়দানে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন প্রায় ৫ শতাধিক মানুষ। 


শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় ভেড়ামারা সরকারী কলেজ মাঠে দুই রাকাত ইসতিসকার নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা  আব্দুল হামিদ।


আরও পড়ুন: ভেড়ামারায় ক্ষতিগ্রস্থ পানবরজ পরিদর্শনে এমপি কামারুল আরেফিন


ইস্তিসকার নামাজের শুরুতে আল্লাহর রহমত কামনায় সংক্ষিপ্ত বয়ান করেন মুফতি আব্দুর রউফ। 


এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ওলামা পরিষদের  সাধারন সম্পাদক মুফতি সাইদুল ইসলাম প্রমুখ। 


আরও পড়ুন: ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতা তুষার হত্যার বিষয়ে জানালেন ইনু


নামাজ আদায় পরবর্তী জাতীয় দৈনিক জনবাণী কে ওলামা পরিষদের সহকারী সাধারণ সম্পাদক হাসান মুরাদ সালাতুল ইসতিসকার নামাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন।


জেবি/এসবি