Logo

মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে প্রাণ গেল ২ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১ মে, ২০২৪, ০৫:০৪
মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক।

বিজ্ঞাপন

তীব্র তাপপ্রবাহে মুন্সীগঞ্জ সদরে হিটস্ট্রোকে ২ জনের প্রাণহানি হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে প্রায় ১১টার দিকে একজন ও বেলা ১১টা ১০ মিনিটে অন্যজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মৃত ব্যক্তিরা হলেন-  মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার বাবু বারী হাজারির ছেলে ওমর আলী ও মানিকপুর এলাকার বাসিন্দা বাতেন মাঝি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক।

বিজ্ঞাপন

হাসপাতাল ও স্বজন সূত্রে জানা গেছে, বাতেন মাঝি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। আজ তিনি জমি বিক্রির কাজে জেলা রেজিস্ট্রি অফিসে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অপরদিকে কৃষক ওমর আলী জমিতে কাজ করতে গিয়ে সেখানেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, “দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মরদেহে হিট স্ট্রোকের সিম্পটম ছিল। মূলত তীব্র গরম সহ্য করতে না পেরেই দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD