মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে প্রাণ গেল ২ জনের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪


মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে প্রাণ গেল ২ জনের
প্রতীকী ছবি

তীব্র তাপপ্রবাহে মুন্সীগঞ্জ সদরে হিটস্ট্রোকে ২ জনের প্রাণহানি হয়েছে।


মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে প্রায় ১১টার দিকে একজন ও বেলা ১১টা ১০ মিনিটে অন্যজনের মৃত্যু হয়।


মৃত ব্যক্তিরা হলেন-  মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার বাবু বারী হাজারির ছেলে ওমর আলী ও মানিকপুর এলাকার বাসিন্দা বাতেন মাঝি।


বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক।


আরও পড়ুন: চট্টগ্রামে হিটস্ট্রোকে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের


হাসপাতাল ও স্বজন সূত্রে জানা গেছে, বাতেন মাঝি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। আজ তিনি জমি বিক্রির কাজে জেলা রেজিস্ট্রি অফিসে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


অপরদিকে কৃষক ওমর আলী জমিতে কাজ করতে গিয়ে সেখানেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।


আরও পড়ুন: কক্সবাজার সৈকতে ‘হিটস্ট্রোকে’ প্রাণ গেল পর্যটকের

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, “দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মরদেহে হিট স্ট্রোকের সিম্পটম ছিল। মূলত তীব্র গরম সহ্য করতে না পেরেই দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।”


জেবি/এসবি