ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ৮ই মে ২০২৪


ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব
ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।


বুধবার (৮ মে) সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।


বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দি‌ল্লির কোনো প্রতি‌নি‌ধির এ‌টিই প্রথম ঢাকা সফর।


আরও পড়ুন: জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট: শেখ হাসিনা


পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা বৃহস্পতিবার (৯ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো দিল্লি সফরের আমন্ত্রণপত্র তুলে দেবেন। ওই দিন তিনি প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন।


ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা ঢাকা সফরের সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে আলোচনা করবেন।


আরও পড়ুন: সমুদ্রে গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে বহুজাতিক ৭ কোম্পানি


কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারত আগামী জুনের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত করেছিল। এখন প্রধানমন্ত্রীর ওই সফর পিছিয়ে আগামী জুলাইয়ে আয়োজন করতে চাইছে ভারত সরকার। ঢাকা সফরের সময় বিনয় কোয়াত্রা এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন।


উল্লেখ্য, শনিবার (২০ এপ্রিল) ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার ঢাকায় আসার কথা ছিল। তবে অনিবার্যকারণ বশত ওই সফর স্থগিত হয়ে যায়।


এমএল/