Logo

রবিবার কন্যার জন্য বিশেষ আয়োজন পরীমনির

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৪, ২৩:৪৩
140Shares
রবিবার কন্যার জন্য বিশেষ আয়োজন পরীমনির
ছবি: সংগৃহীত

আগামীকাল রবিবার (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

ঢালিউড সিনেমার চিত্রনায়িকা পরীমনি ভালোবেসে ঘর বেঁধেছিলেন অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। যদিও সে সংসার বেশি দিন টেকেনি। তবে বিচ্ছেদের পর বর্তমানে ছেলে পুণ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এ নায়িকা। সব ব্যস্ততাও তাকে ঘিরে।

তবে এবার পরীর ঘরে এলো ফুটফুটে এক কন্যাসন্তান।  ৬ দিনের ওই শিশুকে দত্তক নিয়েছেন তিনি। আগামীকাল রবিবার (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিজেই জানিয়েছেন পরীমনি। দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করবেন আগামীকাল রবিবার। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে পরী বলেন, “এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই এটা আমি করব।”

জানা যায়, কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এর আগে দত্তক নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো... আর কিছু দিন যাক।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে হাতে একগুচ্ছ কাজ পরীমনির। ব্যস্ত রয়েছেন টালিউডের একটি ছবি নিয়ে। ‘ফেলু বক্সী’ নামের সিনেমাটি তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD