আঙুলে অস্ত্রোপচার করার পরিবর্তে, চিকিৎসকরা করলেন জিহ্বাতে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ১৭ই মে ২০২৪


আঙুলে অস্ত্রোপচার করার পরিবর্তে, চিকিৎসকরা করলেন জিহ্বাতে
প্রতীকী ছবি

সরকারি হাসপাতাল গুলোতে স্বাস্থ্যসেবায় চিকিৎসকের চরম গাফিলতি দেখা যায়। আঙুলের অস্ত্রোপচার করাতে গিয়ে বড় ধরনের ক্ষতি হয়ে গেল চার বছর বয়সী এক শিশুর। ভুক্তভোগী ওই শিশুর হাতের আঙুলের পরিবর্তে চিকিৎসক ‘ভুলবশত’ অস্ত্রোপচার করলেন জিহ্বাতে!


আর বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়। ইতোমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত ওই চিকিৎসককে। এই ঘটনায় সুষ্ঠ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ঘটেছে।


বৃহস্পতিবার (১৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


আরও পড়ুন: রাজনৈতিক আশ্রয় চাওয়া ব্যক্তিদের দুঃসংবাদ দিল যুক্তরাজ্য


মাধ্যম বলছে, চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ উঠেছে কেরালার কোঝিকোড় মেডিক্যাল কলেজের এক চিকিৎসকের বিরুদ্ধে। মূলত ভুক্তভোগী ওই শিশুর হাতে পাঁচটির বদলে ছয়টি আঙুল রয়েছে। অতিরিক্ত আঙুল অস্ত্রোপচার করে বাদ দেওয়ার জন্যই মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছিল তাকে।


নির্দিষ্ট দিনে অস্ত্রোপচারও সম্পন্ন হয়। কিন্তু অপারেশন থিয়েটার থেকে শিশুটিকে বের করতেই চমকে ওঠেন তার পিতা-মাতা। দেখেন, তার আঙুল তো বাদ যায়ইনি, বরং শিশুটির জিহ্বাতে অস্ত্রোপচার করেছেন ডক্টর।


অবশ্য নিজের ভুল বুঝতে পেরেই অভিযুক্ত চিকিৎসক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি দাবি করেন, শিশুটির জিহ্বাতে সিস্ট ছিল, অবিলম্বে তা অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, আর সেই কারণেই তিনি এই অস্ত্রোপচার করেছেন।


আরও পড়ুন: নামাজের সময় বাইরে থেকে তালা দিয়ে মসজিদে আগুন, নিহত ১১


যদিও শিশুটির পরিবারের দাবি, তার জিহ্বাতে কোনও ধরনের সমস্যাই ছিল না। নিজেকে বাঁচাতে মিথ্যা বলছেন ওই চিকিৎসক। তার এই গাফিলতি ঢাকতে এবং শাস্তি থেকে বাঁচতে মিথ্যার আশ্রয় নেওয়াকে অত্যন্ত নিন্দাজনক বলেই উল্লেখ করেছেন তারা।


অন্যদিকে, হাসপাতালের পক্ষ থেকে শিশুটির পরিবারকে জানানো হয়েছে, একই দিনে দুটি শিশুর অস্ত্রোপচার ছিল। সেই কারণেই এই ধরনের ভুল হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা-অশান্তি ছড়িয়ে পড়েছে।


কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জের নির্দেশে ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন একটি প্রতিবেদন জমা দেন এবং তার ভিত্তিতেই অভিযুক্ত চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে।


আরও পড়ুন: দুবাইয়ে ৩৯৪ বাংলাদেশির সম্পদের পাহাড়, মূল্য ২ হাজার ৬৩৬ কোটি


স্থানীয় পুলিশও শিশুটির মা-বাবার অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার মামলা দায়ের করেছে। এছাড়াও এই খবর জানাজানি হওয়ার পর বিষয়টি তদন্তের নির্দেশও দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এমএল/