Logo

আবারও বিয়ের পরিকল্পনা নিয়ে যা বললেন জয়া আহসান

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মে, ২০২৪, ০৫:৩০
55Shares
আবারও বিয়ের পরিকল্পনা নিয়ে যা বললেন জয়া আহসান
ছবি: সংগৃহীত

সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার, তাহলে হব

বিজ্ঞাপন

এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় রয়েছে তার অগণিত ভক্ত। যার ঝুড়িতে যুক্ত হয়েছে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। জয়া সমান তালে কাজ করছেন দুই বাংলায়। অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে বলিউডেও যাত্রা শুরু করেছেন তিনি।

১৯৯৮ সালের ১৪ মে ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে। তাদের সেই সংসার বিচ্ছেদ ঘটে। ১৩ বছর পর ২০১১ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন জয়া। এরপর থেকে সিঙ্গেল জীবন পার করছেন এই দুই তারকা। সম্প্রতি গণমাধ্যমের সাথে বিয়ে নিয়ে মুখ খুলেছেন জয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিয়ে নিয়ে কোন পরিকল্পনা আছে কি না প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘আমি আসলে জীবনে কিছুই পরিকল্পনা করে করিনি। যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার, তাহলে হব। তবে এই মুহূর্তে তেমন কোন ইচ্ছে আমার নেই। কারণ আমি সিঙ্গেল লাইফেই ভালো আছি, শান্তিতে আছি।

জয়া আরও জানান, চারিদিকে যা দেখি তাতে মনে হয় বিয়ে নামক ইন্সটিউশনটা আসলে কতোটুকু কাজ করছে? আমি এই ইন্সটিটিউশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার আপাতত বিয়ের কোন পরিকল্পনা নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত বছর বলিউডের আলোচিত সিনেমা ‘পিংক’ এর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন জয়া। আর এবারে এই নির্মাতা বাংলা সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘ডিয়ার মা’। গতকাল (২২ মে) থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।

জেবি/আজুবা

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD