রেমালের তাণ্ডবে কুয়াকাটায় প্রাণ গেল একজনের


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪


রেমালের তাণ্ডবে কুয়াকাটায় প্রাণ গেল একজনের
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট  ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর ও নদীর পানি ৩ থেকে ৫ ফুট বেড়েছে। ইতোমধ্যে উপকূলে তাণ্ডব শুরু হয়ে গেছে। 


রবিবার (২৬ মে)সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও ঝড়োবাতাস বইছে। পটুয়াখালীর কুয়াকাটায় শরীফুল নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


এদিকে, পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।


নিহত শরীফুল ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের আ. রহিমের ছেলে।


আরও পড়ুন: ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি


রবিবার দুপুর ১২টার দিকে বোন ও ফুফুকে আশ্রয় কেন্দ্রে আনতে যাওয়ার সময় উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর এলাকায় পানির তোড়ে ভেসে যায় শরীফুল ইসলাম (২৭) নামের এক জেলে। এদিন দুপুর সোয়া ২টায় স্থানীয়রা আশাখালী এলাকা থেকে তার মরদেশ উদ্ধার করা হয়েছে।


আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের ‘চোখ’ ফুটেছে, তাণ্ডবের আশঙ্কা


অন্যদিকে, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ারের চাপে চাকামইয়া ইউনিয়নের বটতলা নামক স্থানের বেড়িবাঁধ ৫ থেকে ৭ ফুট ভেঙে পানি প্রবেশ করে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া রবিবার দুপুরের জোয়ারে উপজেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।


জেবি/এসবি