আমি আর কাঁদতে চাই না: প্রভা

নিজের সোশ্যাল মিডিয়ার পোস্টে এমনটাই জানালেন প্রভা
বিজ্ঞাপন
জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার উনিশ বছরের ক্যারিয়ার। শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন কেটেছে তার। তবে বর্তমানে নিজের ইচ্ছাতেই কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন প্রভা। দুই দশকে এসে প্রভার উপলব্ধি, এই জীবনে আসলে কী চান, সত্যিই সেটা জানেন না তিনি। নিজের সোশ্যাল মিডিয়ার পোস্টে এমনটাই জানালেন প্রভা।
বিজ্ঞাপনচিত্র, নাটক, টেলিছবিতে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী। তবে বর্তমানে নিজেকে আর সেভাবে অভিনয়ে ব্যস্ত রাখেন না তিনি। মাঝেমধ্যে গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলিছবিতে কাজ করেন। আবার মাঝেমধ্যে ওটিটিতেও দেখা যায় তাকে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ মে) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন প্রভা। পোস্টের ক্যাপশনে নিজের উপলব্ধি প্রকাশ করেছেন তিনি। স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, ‘হয়তো আমি এখনও জানি না, আমার এই জীবনে আমি ঠিক কী চাই। কিন্তু আমি সত্যিই জানি, আমি কী চাই না।’
বিজ্ঞাপন
প্রভা তার পোস্টে আরও লেখেন, ‘আমি কষ্টকর ও অগোছালো জীবন, বিষাক্ত সম্পর্ক, অসৎ অভিপ্রায়, অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য না। ঘুমানোর আগে, দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না। আমি শুধু চাই, সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে।’
বিজ্ঞাপন
একটা সময় এত বেশি অভিনয় করতেন, কিন্তু হঠাৎ অনিয়মিত হয়ে গেলেন সাদিয়া জাহান প্রভা। অভিনয় কমিয়ে দেওয়ার প্রসঙ্গে দেশের একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে বলতে পারি, অনেক না-বলা অভিযোগ, না-বলা দুঃখ আছে আমার জীবেনে। অনেক মানুষের দেওয়া অকারণ অপমান গুলো হজম করেছি। এসব কারণেই আমি নিজেকে গুটিয়ে নিয়েছি।’
বিজ্ঞাপন
প্রভা বলেন, ‘এই সেক্টরে আমি যখন প্রথম কাজ করতে এসেছিলাম, তখন ভেবে ছিলাম, পা ফেলতে হবে অনেক স্মার্টলি। ব্যাস এতটুকুই। সেই আমি একটা সময় বিভিন্ন রকম পলিটিকসের শিকার হব, মিডিয়াতে কাজ করলেই মেয়েটা খারাপ বা মেয়েটাকে অনেক কটু কথা শুনতে হবে, এমনটা কখনোই ভাবিনি। এছাড়াও আরও কিছু বিষয় তো আছেই।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই তো আসে, কিন্তু অনেক সময় নিজের সাথে আপস করতে পারি না। এরপরও যাচাই-বাছাই শেষে কোথাও ঘুরতে যাওয়ার আগে মনে হয় যে এবার আমার কাজ করতে হবে।’
বিজ্ঞাপন
এমএল/








