শ্রেষ্ঠ সংগীত পরিচালকের এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন এসকে সাগর শান
সাইফুল বারী
প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪
আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত ভাসাভি ফ্যাশন এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৩-২৪ এর শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন এস কে সাগর শান।
রবিবার (২৬ মে) বিএফডিসির এটিএন বাংলা ফ্লোরে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: আমি আর কাঁদতে চাই না: প্রভা
অনুষ্ঠানে এজেএফবি’র প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজ-এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবিসাস এর সাধারন সম্পাদক সামছুল হুদা, এজেএফবি’র সাধারণ সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, এজেএফবি’র সভাপতি ফারুক হোসেন মজুমদার, বাংলাদেশ ফ্লিম ক্লাবের সভাপতি সামছুল আলম, বাংলাদেশ চলচিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, বাংলাদেশ চলচিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, বাংলাদেশ সুপ্রিে কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাড ড. আবদুল মান্নান ভূঁইয়া।
আরও পড়ুন: চেয়ার ফিরে পেয়ে যা বললেন ডিপজল
পুরস্কার পেলেন যারা- আজীবন সম্মাননা গ্রহণ করেন অভিনয়ে দিলারা জামান, সংগীতে ফেরদৌস ওয়াহিদ, বিশেষ সম্মাননা ড. মাহফুজুর রহমান (মিডিয়া ব্যক্তিত্ব), রওশন আরা রোজিনা (চলচ্চিত্র ব্যক্তিত্ব), মিশা সওদাগর (শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ) শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা নিরব হোসেন, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ববি , আলোচিত অভিনেত্রী শিরিন শিলা ও অরিন, চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান, চলচ্চিত্র খল অভিনেত্রী শবনম পারভিন, শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী তানজিন তিশা, আলোচিত টিভি অভিনেত্রী নাজনিন নাহার নেহা ও ফারিন খান, শ্রেষ্ঠ সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ, শ্রেষ্ঠ প্রোগ্রাম প্রেজেন্টার সামিয়া জাহান , শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী (পুরুষ) বালাম, শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী (নারী) কোনাল ও আতিয়া আনিসা,শ্রেষ্ঠ সুরকার এফ এ প্রীতম ও শ্রেষ্ঠ সংগীত পরিচালক এস কে সাগর শান, জনপ্রিয় সঙ্গীতশিল্পী তসিবা, সময়ের সেরা সঙ্গীতশিল্পী সাথী খান ও নীলিমা, আলোচিত সঙ্গীত শিল্পী (নারী) অন্তরা রহমান ও বন্যা তালুকদার, আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী (নারী) দোলা ব্যানার্জি, চাইল্ড ড্যান্স আর্টিস্ট মম মজুমদার ও ফারিয়া মজুমদার।
অ্যাওয়ার্ড প্রদানের পর ড. মাহফুজুর রহমান মিউজিক্যাল নাইট শুরু হয়।
জেবি/এসবি