এমপি আনার হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪


এমপি আনার হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

ভারতের মাটিতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ না পাওয়া গেলে বিচার প্রক্রিয়ায় কোনো জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, “যারা হত্যা করেছে তারা তো স্বীকার করেছে। তবে তার মরদেহ সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট কোনো খবর নেই। কিন্তু আমরা বসে নেই, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”


আরও পড়ুন: এমপি আনারের খণ্ডিত অংশ উদ্ধার নিয়ে যা বললেন ডিবিপ্রধান


তিনি আরও বলেন, “আশা করি কিছু তো মিলবে। আমাদের গোয়েন্দা সদস্যরা সেখানে (ভারতে) গেছেন। মরদেহ উদ্ধার করা ছাড়া বাকি রহস্য আমাদের কাছে চলে আসছে।”


এসময় ঈদের আগে ও পরের তিনি দিন সড়ক মহাসড়কে যাত্রী ও পচনশীল পণ্য ছাড়া অন্য কিছু পরিবহন করা যাবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


আরও পড়ুন: এমপি আনার হত্যা তদন্তে কলকাতার পথে ডিবির প্রতিনিধি দল


তিনি জানান, সারাদেশে ৪ হাজার ৪৬০টি পশুরহাট বসবে। এ সময় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পশুবাহী পরিবহনের গায়ে যাত্রা ও গন্তব্যের স্থান লিখতে হবে। রাস্তার ওপরে কোনো পশু নামানো যাবে না।


জেবি/এসবি