বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ বাতিল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে টাইগাররা ২-১ ব্যবধানে হেরেছে। ফের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে নয়টায় ডালাসের মাঠে গড়ানোর কথা ছিল ম্যাচটি। তবে ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৈরি আবহাওয়ার কারণে বাতিল কার হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
আরও পড়ুন: যে কারণে এবারের বিশ্বকাপেও সবার সেরা সাকিব
সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হারিকেনের প্রভাবে মঙ্গলবার ভোরে ডালাসে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। টর্নেডোর শঙ্কাও আছে।
মঙ্গলবার ভোরে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭ মাইল প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। ওই অঞ্চল বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছেন সাড়ে ৭ লাখের ওপর মানুষ।
আরও পড়ুন: ছক্কা মারার ক্ষেত্রে নিজের প্রতি আত্নবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ: রিশাদ
ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, ডালাসসহ উত্তর ও মধ্য টেক্সাসের ২১টি কাউন্টিতে বজ্রপাতসহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সকাল ৯টা থেকে কিছু জায়গায় হঠাৎ বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে।
বিশ্বকাপের আগে বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সে ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
জেবি/আজুবা