সদরপুর উপজেলায় রাত পোহালেই ভোট, প্রতিক্ষায় ভোটাররা

কখনো আনন্দ আবার কখনো বিষাদে মাঠ হয়ে ওঠে ভিন্ন থেকে ভিন্নতর
বিজ্ঞাপন
রাত পোহালেই শুরু হচ্ছে সদরপুর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন। প্রায় ১মাস তুমুল আলোচনা ও সমালোচনার মধ্যদিয়ে সময় পার করেছেন ভোটাররা। রাত পোহালেই বুধবার (২৯মে)। উপজেলা নির্বাচনের ভোটের প্রতিক্ষায় রয়েছেন এখন ভোটাররা। সদরপুর উপজেলায় প্রায় পৌনে ২লাখ ভোটারের উপজেলার অভিভাবক রায়ে সকলের মধ্যে উৎসবমুখর আনন্দ বিরাজ করছে। নির্বাচন ঘিরে উপজেলার রাজনীতি কোন্দলের রোষানালে পরে রাজনীতির মাঠ সগরম হয়ে উঠেছে। কখনো আনন্দ আবার কখনো বিষাদে মাঠ হয়ে ওঠে ভিন্ন থেকে ভিন্নতর। কাকে ভোট দেবেন ভোটাররা সিমিত সম্যক লোক প্রকাশ্য মত প্রকাশ করলেও বেশী সখ্যক ভোটারা মত প্রকাশ থেকে দূরে রয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সদরপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় উপজেলা পরিষদ থেকে এসব সরঞ্জাম নিয়ে যান প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরঞ্জাম বিতরণ ও কেন্দ্রে পৌঁছাতে কোনরকম সমস্যার সম্মুখিন হতে হয়নি। ব্যালট পেপার ইসির নির্দেশনা অনুযায়ী সকালেই কেন্দ্রে পৌঁছাবে। স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা কেন্দ্রে নিয়ে যাবেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভাল কোন ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটা কেন্দ্রে পাহাড়ায় থাকবেন। টহলে থাকবেন বিজিবি, র্যাব, পুলিশসহ আরও অনেক বাহিনী। চারদিকে থাকবে গোয়েন্দা নজরদারী। যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।
সদরপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ৩৩৫ জন। এর মধ্যে পুরুষ ৮৫,৫০০, নারী ৮০,৮৩৫। বুধবার সদরপুর উপজেলায় রয়েছে কেন্দ্র ৬৮, ভোটকক্ষ ৪৪৫টি।
বিজ্ঞাপন
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে সদরপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান শিকদার, মো. রফিকুল ইসলাম পান্নু মৃধা, মো. আছাদুজ্জামান রাহাত, মুন্সী ইশারত, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিনিয়া নাজনীন কল্পনা, তামান্না পারভীন রেবা, পারুল আক্তার, পারভীন আক্তার, রুনা পারভীন, ৩ পদে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করছেন।
বিজ্ঞাপন
নির্বাচন ঘিরে ইতোমধ্যে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রান্তিক ও দুর্গম চরাঞ্চলের তিনটি ইউনিয়নের সকল ভোটকেন্দ্রে ভোটদানের সরঞ্জাম পৌঁছে গেছে।
বিজ্ঞাপন
এমএল/