Logo

নীলফামারীতে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৪, ০৩:১১
47Shares
নীলফামারীতে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম কুমার রায়

বিজ্ঞাপন

নীলফামারীর ডিমলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে শিক্ষার্থী সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১০ টি ইউনিয়নের ইউপি সদস্য গণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহণে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে মাদক বিরোধী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম কুমার রায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্য আলী আসলাম হোসেন বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। আগামীর প্রজন্ম যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার দায়িত্ব নেবে তাদের একটি অংশ মাদকের ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে এটি রাষ্ট্রের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়ার পথে অন্তরায় গুলো আমাদের দূর করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএসও) ডা. রাশেদুজ্জামান।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD