লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৯ পিএম, ১লা জুন ২০২৪


লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
ছবি: সংগৃহীত

‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। 


শনিবার (১ মে) এ বিশ্ব দুগ্ধ দিবস পালিত  হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রানী সম্পদ দপ্তরের আয়োজনে সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিন করে।পরে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


আরও পড়ুন: লালমনিরহাটে চেয়ারম্যান পদে শ্যামল বিজয়ী


জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য অ্যাড.মতিয়ার রহমান।


বিশেষ অতিথি  ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, মেয়র রেজাউল করিম স্বপন, ডেইরি এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম।


আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের


সভায় জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মো.জাহাঙ্গীর আলম দুধের পুষ্টিগুন সমন্ধে  পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।


আলোচনা সভা শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুগ্ধজাত খাবার বিতরণ করে জেলা প্রাণীসম্পদ বিভাগ।


জেবি/এসবি