Logo

সৈকতের নিকটবর্তী ৫ ভবন নিমার্ণ বন্ধ করেছে প্রশাসন

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুন, ২০২৪, ০৩:৩৯
93Shares
সৈকতের নিকটবর্তী ৫ ভবন নিমার্ণ বন্ধ করেছে প্রশাসন
ছবি: সংগৃহীত

সৈকতের সুগন্ধা পয়েন্টের আশে-পাশেই চলছিল এসব ভবন নিমার্ণ

বিজ্ঞাপন

কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী পরিবেশ সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে শুরু করা ৫ টি ভবণ নিমার্ণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

সোমবার (৩ জুন) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসদু রানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসদু রানা জানিয়েছেন, সৈকতের পরিবেশ সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে বহুতল ভবন নিমার্ণ শুরু করার খবরে এ অভিযান চালানো হয়। সৈকতের সুগন্ধা পয়েন্টের আশে-পাশেই চলছিল এসব ভবন নিমার্ণ। সোমবার পরিবেশ অধিদপ্তর, ভুমি অফিসের কর্মকর্তাদের সাথে নিয়ে ৫ টি স্থানে ভবন নিমার্ণ কাজ বন্ধ করে দেওয়া হয় এবং  মালিকপক্ষের প্রতিনিধিদের কাজ না করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে নিমার্ণসমগ্রী এবং আশেপাশের নির্মান শ্রমিকদের অস্থায়ী কক্ষ ৩ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, কোন প্রকার নাম না দিয়ে এসব ভবন নিমার্ণ করা হচ্ছে। নিদের্শ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD