সৈকতের নিকটবর্তী ৫ ভবন নিমার্ণ বন্ধ করেছে প্রশাসন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪
কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী পরিবেশ সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে শুরু করা ৫ টি ভবণ নিমার্ণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সোমবার (৩ জুন) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসদু রানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সাথে চোরাকারবারির গোলাগুলি, নিহত ১
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসদু রানা জানিয়েছেন, সৈকতের পরিবেশ সংকটাপন্ন এলাকায় অবৈধভাবে বহুতল ভবন নিমার্ণ শুরু করার খবরে এ অভিযান চালানো হয়। সৈকতের সুগন্ধা পয়েন্টের আশে-পাশেই চলছিল এসব ভবন নিমার্ণ। সোমবার পরিবেশ অধিদপ্তর, ভুমি অফিসের কর্মকর্তাদের সাথে নিয়ে ৫ টি স্থানে ভবন নিমার্ণ কাজ বন্ধ করে দেওয়া হয় এবং মালিকপক্ষের প্রতিনিধিদের কাজ না করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে নিমার্ণসমগ্রী এবং আশেপাশের নির্মান শ্রমিকদের অস্থায়ী কক্ষ ৩ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, কোন প্রকার নাম না দিয়ে এসব ভবন নিমার্ণ করা হচ্ছে। নিদের্শ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএল/