Logo

বিজেপি প্রার্থীকে হারিয়ে রচনা ব্যানার্জির জয়

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুন, ২০২৪, ০৫:৩৯
54Shares
বিজেপি প্রার্থীকে হারিয়ে  রচনা ব্যানার্জির জয়
ছবি: সংগৃহীত

রচনা ব্যানার্জির থেকে প্রায় ৬০ হাজার ভোটে পিছিয়ে ছিলেন লকেট।

বিজ্ঞাপন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী  অভিনেত্রী, দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি। তিনি ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। হুগলি কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে ব্যাপক ভোটে হারিয়ে বিজয়ী ছিনিয়ে নিয়েছেন এই তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৬ টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে, গণনার নয় রাউন্ডের শেষে লকেটের চেয়ে কমপক্ষে ৩২ হাজার ভোটে এগিয়ে আছেন রচনা; ভোট পেয়েছেন ৩ লক্ষ ৭৫ হাজার ৭১৩ টি। অপরদিকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি পেয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ৪০৩ ভোট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, রচনা ব্যানার্জির থেকে প্রায় ৬০ হাজার ভোটে পিছিয়ে ছিলেন লকেট। শেষ মুহূর্তে ৫০ হাজার ভোটে হেরে যান এই বিজেপি প্রার্থী।

এ বছর তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, তখন সেই তালিকার অন্যতম চমক হিসেবে ছিলেন রচনা ব্যানার্জি। এদিকে, অভিনেত্রী রচনা ব্যানার্জী রাজনীতির মঞ্চে নেমেছিলেন নিজের সতীর্থের বিরুদ্ধেই লড়াই করতে; সেই যুদ্ধেও ‘দিদি নম্বর ওয়ান’ হলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজনীতির মাঠে একে অন্যের বিপক্ষে লড়াই করলেও আদতে দুই প্রার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দু’জনেই অভিনেত্রী। পেশার সূত্রেই দু’জনের বন্ধুত্ব। প্রায় দীর্ঘ ১৭ বছর ধরে বন্ধুত্ব রয়েছে লকেট এবং রচনার। রাজনীতির লড়াইয়ে নেমে একে অপরকে কখনও কটু কথায় আক্রমণ করেননি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD