আনকাট সেন্সর পেল শাকিবের ‘তুফান’

‘তুফান’ সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।
বিজ্ঞাপন
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা নিয়ে বেশ আলোচনা চলছে। অনিয়মের অভিযোগে সেন্সরে আটকে যেতে পারে ছবিটি, এমন সন্দেহ বাসা বেঁধেছিল অনেকের মনেই। অবশেষে জল্পনা কল্পনা ছাড়িয়ে আনকাট সেন্সর পেল শাকিবের ‘তুফান’।
মাত্র ৩ দিন আগেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় এটি। মঙ্গলবার (৪ জুন) রাতে সিনেমাটিকে মৌখিক ‘নো অবজেকশন’ জানানো হয়েছে। জানা গেছে, বুধবার (৫ জুন) অফিস টাইমে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পৌঁছে দেওয়া হবে ‘তুফান’ সিনেমার পরিচালক-প্রযোজকদের কাছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: তবে কি ঈদে মুক্তি মিলছে না তুফানের?
বিজ্ঞাপন
সেন্সর বোর্ড সদস্য ও নির্মাতা কাজী হায়াত বিষয়টি নিশ্চত করেন। এ প্রসঙ্গে দেশের একটি সংবাদমাধ্যম তিনি বলেন, ‘তুফান’ সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।
আরও পড়ুন: যে কারণে শাকিবের ‘দরদ’ আটকা!
বিজ্ঞাপন
মূলত এই ছবিটি অ্যাকশন ধাঁচে নির্মিত হয়েছে। ইতোমধ্যে রায়হান রাফি নির্মিতি এই সিনেমাটির প্রকাশিত টিজার ও গান ‘লাগে উরাধুরা’ গানটি ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে দুই বাংলায়।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ‘তুফান’ ছবিতে শাকিব ছাড়া আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। এতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব।
জেবি/এসবি
বিজ্ঞাপন








