Logo

ঈদের পর ধামাকা নিউজ দেবো, কিসের ইঙ্গিত দিলেন অপু?

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৪, ০১:১১
53Shares
ঈদের পর ধামাকা নিউজ দেবো, কিসের ইঙ্গিত দিলেন অপু?
ছবি: সংগৃহীত

এমনটি আভাস দিয়েছেন অভিনেত্রী একটু সময় নিতে চেয়েছিলাম।

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার ‘বিউটি কুইন’ খ্যাত নায়িকা অপু বিশ্বাস। তবে বর্তমানে অভিনয়ে এখন আর আগের মত দেখা যায় না।  বিভিন্ন শো, সাক্ষাৎকার কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনে বেশ সরব হতে দেখা যায় এই নায়িকাকে। ইদানিং ইউটিউব কনটেন্ট নির্মাণ নিয়েও ব্যস্ত থাকছেন এই ঢালিউড কুইন।

ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকেই প্রতি ঈদেই মিলতো অপুর ছবি। শাকিবের সঙ্গে অভিনয় করে বহু ব্যাবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। যদিও মা হওয়ার পর ঈদের কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে, এমনকি এবার ঈদেও থাকছে না এই চিত্রনায়িকার কোনো সিনেমা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু-জয় বিশ্বাস অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। সে বছর ওটিটিতে মুক্তি পায় ওয়েব ছবি ‘ছায়াবাজি’। যেখানে ওটিটি জগতে প্রথমবারের মতো পা রাখেন এই অভিনেত্রী।

যদিও এবারের ঈদে কোনো কাজ থাকছে না অপুর। কিন্তু ঈদের পরে ওটিটিতে ফিরতে পারেন, এমনটি আভাস দিয়েছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওটিটিতে কাজ করার প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝে শুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পরে একটা ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি ইউরোপের তিন দেশ- ফ্রান্স, বেলজিয়াম ও স্পেনে সাতদিনের সফরে গিয়েছিলেন অপু বিশ্বাস। স্বল্প সময় হওয়ায় ছেলে জয়কে সঙ্গে না নিয়েই বিলেত সফর ছিল অপুর। এছাড়াও ইউরোপে এটিই ছিল অপুর প্রথম সফর।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD