যে কারণে বদলে গেল মুস্তাফিজদের দলের নাম


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪


যে কারণে বদলে গেল মুস্তাফিজদের দলের নাম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পরই শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। আসন্ন আসরে ডাম্বুলা থান্ডার্সের হয়ে খেলবে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে গত ২১ মে দলটির সহ-মালিক তামিম রহমান গ্রেপ্তার হওয়ার পর দলটির সঙ্গে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ফলে, এলপিএলে মুস্তাফিজদের মাঠে নামা নিয়ে দখো দিয়েছিল শঙ্কা। 


আরও পড়ুন: বিশ্বকাপের আগমুহূর্তে হারানো সম্রাজ্য দখলে নিলেন সাকিব


সকল শঙ্কা দূর করে নতুন মালিক পেয়েছে ডাম্বুলা। মুস্তাফিজদের দলকে কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ভিত্তিক একটি ইঞ্জিনিয়ারিং কনসালটিং ফার্ম। যার নাম সেকোইয়া কনসালটেন্টস। মালিকানা পরিবর্তনের সঙ্গে বদলে গেছে দলের নামও। ডাম্বুলা থান্ডার্স থেকে পরিবর্তন হয়ে ফ্র্যাঞ্চাইজিটির নতুন নাম হয়েছে ডাম্বুলা সিক্সার্স। 


আরও পড়ুন: বিশ্বকাপে কী করলে দল ভাল হয়ে যাবে জানালেন তাসকিন


এলপিএল আয়োজকরাও খুশি ডাম্বুলা নতুন মালিক পাওয়ায়। টুর্নামেন্টের পরিচালক সামান্থা দোদানভেলা জানান, ‘নতুন মালিক ডাম্বুলার দায়িত্ব নেয়ায় আমরা খুশি। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ডি সিলভার ব্যাকগ্রাউন্ড নিঃসন্দেহে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় নতুন ভ্যালু যুক্ত করবে। তিনি আমাদের দেশের ক্রিকেটিং পালস বুঝতে পারেন।’


জেবি/আজুবা