Logo

তিন কন্যা সন্তান সহ গৃহবধূ নিখোঁজ

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুন, ২০২৪, ০৩:১২
70Shares
তিন কন্যা সন্তান সহ গৃহবধূ নিখোঁজ
ছবি: সংগৃহীত

পরে এই অটোরিকশা থেকে নেমে অজ্ঞাত পরিচয় অন্য একটি অটোরিকশাতে উঠে

বিজ্ঞাপন

পিতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে তিন কন্যাসহ এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ গৃহবধূ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের আতাউর রহমান ভুঁইয়ার স্ত্রী খালেদা আক্তার রিতু (২৮) ও তার তিন কন্যা তাবাসসুম আক্তার (১০) তানিশা আক্তার (৭) এবং হুমায়রা আক্তার (৫)।

এ ঘটনায় শনিবার (৮ জুন) দুপুরে নিখোঁজ গৃহবধূর পিতা আব্দুল আউয়াল ভুঁইয়া বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞাপন

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জিডি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে এক গৃহবধূ তিন সন্তানসহ নিখোঁজের একটি জিডি পেয়েছি। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে।

বিজ্ঞাপন

নিখোঁজ গৃহবধূর স্বামী আতাউর রহমান ভূঁইয়া জানান, রবিবার (২ জুন) তার স্ত্রীসহ তিন কন্যা কে নিয়ে আমাদের বাড়ি থেকে বিজয়নগর উপজেলার মিরাশানী (ভূঁইয়া বাড়ী) পিত্রালয়ে বেড়াতে যায়।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তার স্ত্রী খালেদা আক্তার রিতু তিন কন্যাকে নিয়ে আখাউড়ায় আমাদের বাড়ির উদ্দেশ্যে ওই এলাকার পরিচিত অটোরিকশা যোগে বিজয়নগরের সিঙ্গারবিল বাজারে আসেন। পরে এই অটোরিকশা থেকে নেমে অজ্ঞাত পরিচয় অন্য একটি অটোরিকশাতে উঠে। 

বিজ্ঞাপন

পরে সন্ধ্যা গড়িয়ে এলেও আমার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে না পৌঁছালে আমি আমার শ্বশুরকে ফোন করে জানতে পারি তারা সকালেই বাড়ির উদ্দেশ্য বেড়িয়ে এসেছেন। তখন আশপাশের আত্মীয়-স্বজন, হাসপাতালসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। তার সাথে কোন মোবাইল ফোনও নেই।

বিজ্ঞাপন

অটো চালক সুমন বলেন, আমি তাদের বাড়ির সামনে থেকে সিঙ্গাবিল বাজার পর্যন্ত নিয়ে আসি। পরে আখাউড়া বাইপাস পর্যন্ত যাওয়ার জন্য অন্য একটি অটোরিকশায় তুলে দেই।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD