ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪


ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ
ছবি: সংগৃহীত

৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে।


বুধবার (১২ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের  এসব কথা বলেন তিনি।


আরও পড়ুন: ‘ঈদ স্পেশাল ট্রেন’ চলাচল শুরু


মেয়র তাপস বলেন, “২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। রাজধানীর পশুর হাটগুলোর বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে।”


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঈদ উপহার, গৃহহীনমুক্ত আরও ৭০ উপজেলা


বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে এবার নতুন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়েছেন তিনি। মেয়র বলেন,  এবার আর হাটের বর্জ্য নিয়ে চিন্তা করতে হবে না। প্রতিটি হাটের জন্য আমরা আলাদা আলাদা জনবল ও যান-যন্ত্রপাতি নিশ্চিত করেছি।


জেবি/এসবি