পাকিস্তানকে হারিয়ে ভারতকে হারাতে মরিয়া যুক্তরাষ্ট্র
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে একটু পরেই মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ভারত। নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে পূর্ণ ৪ পয়েন্ট পেয়েছে দুই দলই। সুপার এইটের পথ নিশ্চি করতে উভয় দলেরই জয় চাই এই ম্যাচে।
আরও পড়ুন: ‘ভারতকে মোটেও ভয় পাচ্ছি না, মুখিয়ে আছি খেলার জন্য’
বুধবার (১২ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও ভারতের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলার সুযোগ পায় যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো বিশ্বআসরে খেলতে নেমেই বিশ্বকে চমকে দিয়েছে তারা। নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ৭ উইকেটে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে তারা।
এবার যুক্তরাষ্ট্রের সামনে ভারত চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত থাকলেও ভারতের বিপক্ষে সেই রেকর্ড ধরে রাখতে চান দলের সহ-অধিনায়ক অ্যারন জোনস। তিনি জানিয়েছেন, কোহলি-রোহিতদের মোটেও ভয় পাচ্ছেন না তারা বরং ভারতের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন।
আরও পড়ুন: নামিবিয়াকে গুঁড়িয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া
এই ম্যাচটির দিকে তাকিয়ে রয়েছে বাবর-রিজওয়ানরা। ভারত ম্যাচে জয়লাভ করলে সুপার এইটে খেলার সুযোগ বেঁচে থাকবে তাদের সামনে। অন্যদিকে ভারত ম্যাচটি হারলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ম্যান ইন গ্রিনরা। আর ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে পাকিস্তান।
জেবি/আজুবা