হঠাৎ মুম্বাইয়ে জায়েদ খান

এখানে এলে তাদের সঙ্গে আড্ডা হয়। অনেক কিছু জানাশোনা হয়, ঘোরাঘুরি করি
বিজ্ঞাপন
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে এক দেশে আরেক দেশে স্টেজ শো করে বেড়াচ্ছেন তিনি। এইতো কিছুদিন আগে লন্ডন মাতিয়ে ফিরেছেন। এবার এই অভিনেতা উড়াল দিয়েছেন মুম্বাইয়ে।
হঠাৎ কেনই বা মুম্বাইয়ে? এমন প্রশ্নের উত্তরে জায়েদ বললেন, “আমার প্রিয় শহরের মধ্যে অন্যতম হচ্ছে মুম্বাই। এ কারণে মন চাইলেই মুম্বাই যাই বেড়াতে। এবারও তাই হয়েছে। ব্যক্তিগত কাজে আসা।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “এখানে আমার অনেক বন্ধুরা থাকে। বলিউডের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। এখানে এলে তাদের সঙ্গে আড্ডা হয়। অনেক কিছু জানাশোনা হয়, ঘোরাঘুরি করি।”
বিজ্ঞাপন
জায়েদ খান বলেন, এবার আসার আরেকটি কারণ হচ্ছে ঈদের শপিং। মুম্বাইয়ে বিশ্ববিখ্যাত অনেক ব্র্যান্ডের শোরুম রয়েছে। বলিউডের আর্টিস্টরা এখান থেকে কেনাকাটা করেন। আমিও এখানে এলে শপিং করি।
বিজ্ঞাপন
এই চিত্রনায়ক আরও বলেন, সাত দিনের জন্য মুম্বাই এসেছি। ঈদের আগের দিন ঢাকায় ফিরবো। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবো।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নির্মাতা অমিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
প্রসঙ্গত, গত ঈদুল ফিতরে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পায়। যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে। সব ঠিক থাকলে ঈদের পর দুবাইয়ে একটি শো করতে যাবেন তিনি। এরপর সেখান থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে যাবেন কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








