যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচে ঝুলছে পাকিস্তানের ভাগ্য


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪


যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচে ঝুলছে পাকিস্তানের ভাগ্য
ছবি: সংগৃহীত

সময়টা একদমই ভাল যাচ্ছে না সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান দলের। আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৬ জুন। তবে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করা বাবর আজমরা সুপার এইটে কোয়ালিফাই করবে কি না, এটা নির্ধারণ হয়ে যেতে পারে আজ রাতের ম্যাচেই।


শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফ্লোরিডার লডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। তিন ম্যাচে দুই জয় পাওয়া যুক্তরাষ্ট্র এদিন আইরিশদের বিপক্ষে জয় কিংবা পয়েন্ট ভাগাভাগি করলেও কপাল পুড়বে দ্য গ্রিন ম্যানদের। সে ক্ষেত্রে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে চলে যাবে স্বাগতিকরা। 


আরও পড়ুন: বিশ্বকাপ শেষ না হতেই গুঁড়িয়ে দেওয়া হচ্ছে নাসাউ স্টেডিয়াম


এদিকে, গতকয়েকদিন বৈরী আবহাওয়া বিরাজ করছে ফ্লোরিডায়। তুমুল বৃষ্টির কারণে আশঙ্কা করা হচ্ছে ভয়াবহ বন্যারও। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। রাতের যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচেও বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। যা নিয়ে চরম চিন্তিত বাবররা।   


আবহাওয়ার পূর্ভাবাস বলছে, রাতে ফ্লোরিডায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯১ শতাংশ। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচটিতে আইরিশদের জয় দরকার পাকিস্তানের। এরই মধ্যে দুই জয়ে অনেকটাই সুপার এইটের পথে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আইরিশদের হারাতে পারলে তারা সুপার এইটে চলে যাবে। এ ছাড়া বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও সুবিধা পাবে স্বাগতিক আমেরিকা। 


আরও পড়ুন: বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে যে চার দল


এই ম্যাচ জিতেই সেরা আটে যেতে চায় যুক্তরাষ্ট্র। তাদের ব্যাটার অ্যারন জোনস জানিয়েছেন, ‘খেলার জন্য আমরা প্রস্তুত। তবে প্রকৃতির উপর কারো হাত নেই।’ 


এদিকে আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টালিংয়ের বক্তব্য, ‘দুই ম্যাচ হেরে সদস্যরা মুখিয়ে আছে প্রথম জয়ের জন্য। খেলা মাঠে গড়ালে সবাই তাদের সেরাটাই দেবে।’


জেবি/আজুবা