Logo

সেন্টমার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেবো না: ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৪, ২৩:০২
47Shares
সেন্টমার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেবো না: ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

সেতুমন্ত্রী বলেছেন, আমরা আক্রান্ত হলে ছেড়ে দেবো না

বিজ্ঞাপন

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও ক্ষমতাসীন জান্তা বাহিনীর মধ্যকার সংঘর্ষে মর্টার শেল ও ভারী গোলাগুলির বিকট শব্দে কেঁপে উঠছে সেন্টমার্টিন। এমনকি টেকনাফ সীমান্তের খুব কাছাকাছি চোখে পড়ছে মিয়ানমারের টহল জাহাজও। এ অবস্থায় সেন্টমার্টিন কোনোভাবে আক্রান্ত হলে মিয়ানমার সরকার বা আরাকান আর্মিকে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফ্রিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেছেন, আমরা আক্রান্ত হলে ছেড়ে দেবো না। তবে আমরা এখনই আক্রমণ করব না, কিন্তু আমাদের প্রস্তুতি আছে।

তিনি বলেন, জাতিসংঘ এখন নখদন্তহীন। ইসরায়েলও তাদের কথা শোনে না। বড় বড় দেশগুলোও শোনে না।

বিজ্ঞাপন

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD