সেন্টমার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেবো না: ওবায়দুল কাদের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪


সেন্টমার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেবো না: ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও ক্ষমতাসীন জান্তা বাহিনীর মধ্যকার সংঘর্ষে মর্টার শেল ও ভারী গোলাগুলির বিকট শব্দে কেঁপে উঠছে সেন্টমার্টিন। এমনকি টেকনাফ সীমান্তের খুব কাছাকাছি চোখে পড়ছে মিয়ানমারের টহল জাহাজও। এ অবস্থায় সেন্টমার্টিন কোনোভাবে আক্রান্ত হলে মিয়ানমার সরকার বা আরাকান আর্মিকে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফ্রিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের সাধারণ সম্পাদক।


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভারত সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে: কাদের


সেতুমন্ত্রী বলেছেন, আমরা আক্রান্ত হলে ছেড়ে দেবো না। তবে আমরা এখনই আক্রমণ করব না, কিন্তু আমাদের প্রস্তুতি আছে।


তিনি বলেন, জাতিসংঘ এখন নখদন্তহীন। ইসরায়েলও তাদের কথা শোনে না। বড় বড় দেশগুলোও শোনে না।


এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম উপস্থিত ছিলেন।


এমএল/