বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৭ পিএম, ২২শে জুন ২০২৪


বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, ১০ বরযাত্রী নিহত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ বরযাত্রী মারা গেছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।


শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার ৫নং চওয়া ইউনিয়ন এবং ৪নং হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: বরগুনায় রেমালে ক্ষতিগ্রস্ত রাখাইনদের মাঝে ত্রাণ বিতরণ


খবর পেয়ে  সঙ্গে সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি ও স্থানীয় মানুষ উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।


আরও পড়ুন: বরগুনায় বামনা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন


বিষয়টি নিশ্চিত করে আমতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. সাখাওয়াত হোসেন তপু। তিনি বলেন, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনও পানির নিচে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।


জেবি/এসবি