যেভাবে এখনও টিকে আছে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪


যেভাবে এখনও টিকে আছে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন
ছবি: সংগৃহীত

টানা দুটি ম্যাচ হেরে বিশ্বকাপের সুপার এইট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই টপ অর্ডারের ব্যর্থতায় ভুগছে পুরো দল। অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে পরাজয়ের পর ভারতের কাছেও ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে শান্তরা। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ রান মানে বিশাল বড় ব্যবধান। যে কারণে, ভারতের কাছে হারের পর বাংলাদশের বিদায় ‘প্রায় নিশ্চিত’ লিখে দেয়া হয়েছিলো।


আরও পড়ুন: টি-টোয়েন্টি থেকে অবসর প্রসঙ্গে যা বললেন সাকিব


কিন্তু সব হিসাব-নিকাশ উল্টে দিলো আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভেল স্টেডিয়ামে অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে রশিদবাহিনী। ব্যবধান ২১ রানের। ১৪৮ রান করেও অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে এমন একটা জয় তুলে নিলো তারা। এই জয়ে সমীকরণ জটিল হয়ে গেলো সুপার এইট গ্রুপ-১ এর।


আফগানরা আবার সুপার এইটে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে। ব্যবধান ছিল ৪৭ রানের। এখন সুপার এইট গ্রুপ-১ এ ভারতের পয়েন্ট ৪, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের পয়েন্ট ২ করে। বাংলাদেশের শূন্য। এ পরিস্থিতিতে একটি করে ম্যাচ বাকি সবগুলো দেশেরই। শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের এবং ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এই দুই ম্যাচে বাংলাদেশ যদি বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারে এবং অস্ট্রেলিয়া যদি বড় ব্যবধানে ভারতের কাছে হেরে যায়, তাহলে সেমিতে উঠে যাবে বাংলাদেশই।


আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে আফগানদের রুপকথা


আবার আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয় এবং অস্ট্রেলিয়া যদি ভারতকে হারিয়ে দেয়, তখন ভারত-অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান- এই তিন দেশেরই পয়েন্ট হয়ে যাবে সমান সমান। সে ক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দু’দলই উঠবে সেমিফাইনালে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বাদ পড়তে পারে যে কেউ।


জেবি/আজুবা