ভারত বনাম দক্ষিণ আফ্রিকা; ফাইনালেও বৃষ্টির সম্ভবনা!


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৪


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা; ফাইনালেও বৃষ্টির সম্ভবনা!
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরু থেকেই শেষ পর্যন্ত চোখ রাঙিয়েছে বৃষ্টি। বৃষ্টিতে ভেস্তে গেছে বেশ কয়েকটি ম্যাচ। ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচও বৃষ্টির জন্য বারবার বিঘ্নিত হয়েছে। 


শনিবার (২৯ জুন) শিরোপার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। ফাইনালের ভেন্যুতেও বৃষ্টির সম্ভবনা।


অ্যাকু ওয়েদার অনুযায়ী, খেলার দিন ওই সময় আকাশ মেঘলা থাকবে। ম্যাচের দিন বজ্রবিদ্যুত-সহ ৪৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বার্বাডোজে খেলা শুরু স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে। সেই সময় পূর্ব দিক থেকে ৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে। তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর্দ্রতা থাকেব ৭৮ শতাংশ। ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। 


আরও পড়ুন: ফাইনালের আগে আফগানিস্তানের মতো একই বিপদে দ.আফ্রিকা


দুপুরের দিকে তাপমাত্রা এক ডিগ্রি কমবে। বৃষ্টির সম্ভাবনাও হালকা কমবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪১ শতাংশ। তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। আর্দ্রতাও বাড়বে। যদিও ম্যাচ খুব বেশি হলে চলবে দুপুর পর্যন্ত। তাই সন্ধ্যায় বৃষ্টি হলে তার প্রভাব ম্যাচে পড়বে না।


বিশ্বকাপের সেমিফাইনাল মানেই, বিদায়ঘন্টা দ. আফ্রিকার। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার ও টি-টোয়েন্টিতে দু’বার এমন হওয়াতে ‘চোকার্স’ উপাধি পেয়েছে তারা। অবশেষে সেমির বাধা ডিঙিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে আফগানদের উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে ১১ দশমিক ৫ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান। 


আরও পড়ুন: ক্রিকেটটা ভারত চালায়, কে তাদের বিরুদ্ধে কথা বলবে?


এদিকে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর দুয়েক পর সেই হারের প্রতিশোধ নিলো রোহিত শর্মার দল। এবার ইংলিশদের বিদায় করে ফাইনালের টিকিট কাটলো ভারত।


গতকাল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।


জেবি/আজুবা