Logo

‘মন্দ লোকের দিকে তাকিয়ে সময় নষ্ট করি না’

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুন, ২০২৪, ০৬:২৭
37Shares
‘মন্দ লোকের দিকে তাকিয়ে সময় নষ্ট করি না’
ছবি: সংগৃহীত

অজ্ঞরা অনেক সময় মহাপন্ডিতের মতো কথা বলে, যেগুলো ভিত্তিহীন। এগুলো দেখলে জীবন থেকে সময়গুলো বৃথা যাবে

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এবারের ঈদুল আজহায় তার অভিনীত ‘তুফান’ ছবিটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। দেশে মুক্তির ১১ দিন পর শুক্রবার (২৮ জুন) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশে-বিদেশে যখন তুফান নিয়ে এই উন্মাদনা, তখন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন শাকিব খান। সেখানে নিজের ক্যারিয়ারের পাশাপাশি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন নায়ক।

শাকিব বলেন, ‘আমার কাঁধে সিনেমা ইন্ডাস্ট্রি বা কোনও কিছুর ভর আছে এটা অনুভব করি না। আমার অনুভবটা ভালোবাসার, ফ্যানদের জন্য। যতদিন বেঁচে থাকবো এই ভালোবাসার মানুষদের জন্য কাজ করে যাবো। তবে আমি দীর্ঘদিন, অনেকবছর আগে থেকে স্বপ্ন দেখেছি, বাংলাদেশের সিনেমাকে গ্লোবালি দেখতে চাই। প্রথমে অনেকেই ভাবতো এগুলো আমি কথার কথা বলছি, এগুলো সম্ভব নয়। কিন্তু যেটা আমি স্বপ্ন দেখতাম সেটাই এখন হচ্ছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢালিউড মেগামাস্টার এই অভিনেতার কথায়, ‘এখন গ্লোবালি অফিসিয়ালি আমাদের সিনেমা রিলিজ হচ্ছে। গতবছর ‘প্রিয়তমা’ সিনেমায় গ্লোবালি অনেক বড় সাফল্য এসেছে। সেই নিউ ইয়র্ক, টরেন্টো, লন্ডন, ডাবলিন, ভেনিস, সিডনি, প্যারিস, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিখ্যাত সব স্থানে গ্লোবাল মার্কেটে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। নিকট ভবিষ্যতে আমরা আরও ভালো করবো।’

তুফানের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ইন্ডিয়ান এক্সপ্রেসে কথা বলেন ঢালিউড কিং খান। ব্যক্তিজীবনের বিতর্ক সামলানো নিয়ে তিনি বলেন, ‘কিছু মন্দ মানুষ আলোর মাঝেও কালো খোঁজে। আমি এসবে ঘুরে তাকিয়ে সময় নষ্ট করিনা। অজ্ঞরা অনেক সময় মহাপন্ডিতের মতো কথা বলে, যেগুলো ভিত্তিহীন। এগুলো দেখলে জীবন থেকে সময়গুলো বৃথা যাবে। আমার ধারণা, কোনো বিবেকবান ও জ্ঞানী মানুষও এসব কেয়ার করেন না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে শাকিব খানের ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এ ছাড়াও নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD