Logo

টেকনাফে রাতভর শান্ত দিনভর বিস্ফোরণের শব্দ

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৪, ০৩:০০
34Shares
টেকনাফে রাতভর শান্ত দিনভর বিস্ফোরণের শব্দ
ছবি: সংগৃহীত

নাফনদীর ওপারে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে

বিজ্ঞাপন

মিয়ানমারের মংডু শহরে ফেরার সময় নাফনদীর ওপারে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। 

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে ঢেউয়ের আঘাতে ভেঙ্গে নিয়ে এই ট্রলারটি ডুবে যায়। যেখান থেকে সাঁতার কেটে বিজিপি’র এক সদস্য গোলাবারুদ টেকনাফের শাহপরীরদ্বীপে কুলে এসেছে। তাকে বিজিবি সদস্যরা হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. উদ্দিন আহমেদের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও রিসিভি করেন নি।

বিজ্ঞাপন

তবে বিজিবির একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, মিয়ানমারের নৌ বাহিনীর জাহাজ থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ট্রলারটি মংডু শহরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৬ টার দিকে এটি ডুবে যায়। সকাল ৭ টার দিকে সাঁতার কেটে কিছু সংখ্যক গোলাবরুদ নিয়ে বিজিপির এক সদস্য শাহপরীরদ্বীপ কুলে আসে। তাকে বিজিবি হেফাজতে নিয়েছে। বিজিপি সদস্যের দেয়া তথ্য মতে, ট্রলারটিতে বিজিপির ৫ সদস্য ছিল। অপর ৪ জনের কোন ধরনের খোঁজ খবর পাওয়া যায়নি।  

বিজ্ঞাপন

স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা নাম প্রকাশ না করা শর্তে জানান, মিয়ানমারের বিজিপির ওই সদস্যকে সকাল ৯ টার দিকে গাড়িতে তুলে টেকনাফের দিকে নিয়ে যেতে তারা দেখেছেন। ওই সময় আশেপাশে কোন লোকজনকে ভিড়তে দেয়নি বিজিবি সদস্যরা।

বিজ্ঞাপন

এদিকে, শুক্রবার রাতভর মিয়ানমারের ওপার থেকে বিস্ফোরণের কোন শব্দ শোনা না গেলেও শনিবার সকাল থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সীমান্ত এলাকার লোকজন।

বিজ্ঞাপন

সীমান্তবাসি তথ্য মতে, শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্য ৭টা পর্যন্ত মংডু শহরের আশপাশ থেকে ভারী গোলাবর্ষণের শব্দ পাওয়া গেছে। রাতভর শান্ত থাকলেও শনিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে সীমান্ত এলাকা।

বিজ্ঞাপন

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের ওপারে কখনও শান্ত আবার কখনও থেকে থেমে থেমে বিকট শব্দ শুনা যাচ্ছে। শুক্রবার সন্ধ্যার পর রাতভর শান্ত ছিল। শনিবার সকাল থেকে আবারও শোনা যাচ্ছে। যার ফলে সীমান্ত মানুষের মাঝে আতঙ্ক কমেনি।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, এখনো সীমান্তে গোলর বিকট শব্দ বন্ধ হয়নি। এজন্য এ পারে মানুষগুলো আতঙ্কের মধ্যে রয়েছেন। কয়েক মাস ধরে চলমান মিয়ানমারের যুদ্ধ এখনো চলছে। ফলে এপারে বিকট শব্দ ভেসে আসছে। এর কারণে সীমান্তে বসবাসকারী মানুষের মাঝে ভয় ভীতি কমেনি। এরমধ্যে বিভিন্ন পযেন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকার মানুষকে সচেতন থাকতে হবে। কোনো অপরিচিত লোকজন দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ রইল।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD