‘আমরা চাই কোটার বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যাক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আমরা চাই কোটার বিষয়টি সুন্দরভাবে নিস্পত্তি হয়ে যাক।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা: প্রধান বিচারপতি
কোটা সংস্কার কমিশন গঠন করা হবে কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, “সবকিছুই সম্ভব যদি এখানে আদালতের বিষয় না থাকতো। আদালতের বিষয় আদালতে সমাধান হোক। এ সমাধানের পর যদি আরও কিছু আলোচনা করতে হয়, সেটি আলোচনা করার জন্য আমরা সব সময়...(প্রস্তুত)।”
আরও পড়ুন: নতুন কর্মসূচি ঘোষণা দিল কোটা বিরোধীরা
তিনি আরও বলেন, “দেশের কল্যাণে, আমাদের শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের সন্তানদের কল্যাণে যা করা লাগে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।”
জেবি/এসবি