‘আমরা চাই কোটার বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যাক’

সবকিছুই সম্ভব যদি এখানে আদালতের বিষয় না থাকতো।
বিজ্ঞাপন
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আমরা চাই কোটার বিষয়টি সুন্দরভাবে নিস্পত্তি হয়ে যাক।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কোটা সংস্কার কমিশন গঠন করা হবে কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, “সবকিছুই সম্ভব যদি এখানে আদালতের বিষয় না থাকতো। আদালতের বিষয় আদালতে সমাধান হোক। এ সমাধানের পর যদি আরও কিছু আলোচনা করতে হয়, সেটি আলোচনা করার জন্য আমরা সব সময়...(প্রস্তুত)।”
আরও পড়ুন: নতুন কর্মসূচি ঘোষণা দিল কোটা বিরোধীরা
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “দেশের কল্যাণে, আমাদের শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের সন্তানদের কল্যাণে যা করা লাগে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।”
বিজ্ঞাপন
জেবি/এসবি