Logo

বাংলা ব্লকেড: রাজধানীর যেসব এলাকায় হতে পারে তীব্র যানজট

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৪, ২৪:৪৭
90Shares
বাংলা ব্লকেড: রাজধানীর যেসব এলাকায় হতে পারে তীব্র যানজট
ছবি: সংগৃহীত

ফলে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো যানজটের কবলে পড়তে পারে।

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে  কোটা সংস্কারের দাবিতে আজ আবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি শুরু হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো যানজটের কবলে পড়তে পারে।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুলাই)  সন্ধ্যায় শাহবাগে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচি অনুসারে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হবেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিভিন্ন এলাকা অবরোধ করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকায় যেসব এলাকায় ব্লকেড হতে পারে

বিজ্ঞাপন

১. শাহবাগ, ২. কাওরানবাজার, ৩. ইন্টারকন্টিনেন্টাল মোড়, ৪. ফার্মগেট, ৫.  বাংলামোটর, ৬. চানখারপুল ফ্লাইওভার এ উঠার মোড়, ৭. বঙ্গবাজার, ৮.  চানখারপুল মোড়, ৯. মৎস্য ভবন, ১০. জিপিও, ১১. গুলিস্তান, ১২. সায়েন্সল্যাব, ১৩. নীলক্ষেত, ১৪. রামপুরা ব্রিজ, ১৫. সচিবালয়, ১৬. মহাখালী, ১৭.শিক্ষা চত্বর, ১৮. পল্টন মোড়, ১৯. ঢাকা-আরিচা মহাসড়ক (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD