Logo

পরীমনির দৃষ্টিতে শাকিব ‘আম’, রাজ ‘করলা’

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুলাই, ২০২৪, ০২:০৬
145Shares
পরীমনির দৃষ্টিতে শাকিব ‘আম’, রাজ ‘করলা’
ছবি: সংগৃহীত

আমি তোমাকে কয়েকজন নায়ক-নায়িকার নাম বলব, তাদেরকে তুমি বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করবে

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রীর নাম পরীমনি। আলোচনায় থাকতে পাছন্দ করেন তিনি। তবে শত আলোচনা ও সমালোচনা দমিয়ে রাখতে পারেনি তাকে। বরাবরই নিজের চিরচেনা ছন্দে থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পরী। সেখানে ঢাকাই সিনেমার কয়েকজন নায়ককে ফল বা সবজির সঙ্গে তুলনা করেন এ অভিনেত্রী। মূলত, সঞ্চালক কাজটি করতে বলেন। তারই পরিপ্রেক্ষিতে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানকে ‘আম’, সাবেক স্বামী শরিফুল রাজকে ‘করলা’ ও জায়েদ খানকে ‘বেল’ এর সঙ্গে তুলনা করেন পরীমনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পরীকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন, আমি তোমাকে কয়েকজন নায়ক-নায়িকার নাম বলব, তাদেরকে তুমি বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করবে।’ সঞ্চালকের এ প্রস্তাব পাওয়ার পর পরীমনি বলেন, ‘সবজি! না না।’ এরপর দ্বিতীয় অপশন ফল বেছে নেন পরী। তারপর সঞ্চালক শাকিব খানের নাম বলেন।

বিজ্ঞাপন

উত্তরে পরীমনি বলেন, ‘আম, ফজলি আম।’ এরপর চিত্রনায়ক ফেরদৌসের নাম বলেন। তা শুনেই পরী বলেন, ‘কী অদ্ভুত!’ কয়েক সেকেন্ড সময় নিয়ে এ পরী বলেন, ‘তরমুজ’।

বিজ্ঞাপন

চিত্রনায়ক সিয়াম আহমেদেকে ‘মাল্টা’ ও আরিফিন শুভকে ‘তাল’, চিত্রনায়ক সায়মন সাদিককে ‘শসা’র সঙ্গে তুলনা করেন অভিনেত্রী। আলোচিত নায়ক জায়েদ খানকে বেলের সঙ্গে এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে ‘আমড়া’র সঙ্গে তুলনা করেন পরী।

বিজ্ঞাপন

এরপরই পরীমনির সাবেক স্বামী শরিফুল রাজের নাম আসে। নামটি শুনে মুচকি হাসেন পরীমনি। খানিকক্ষণ চুপ থেকে বলেন, “ফল তো আর নাই। ফল শেষ হয়ে গেছে না? ফলের সিজন শেষ হয়ে গেছে। এ কথা বলেই হাসতে থাকেন পরীমনি। এ সময় সঞ্চালক বলেন, “এখনো সবজি আছে। যেমন ঢেরস-করলা। সঞ্চালক বলেন, “তাহলে রাজের কোন উত্তরটা নেব? করলা নেব? এতে মৌন সম্মতি দেন পরীমনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD