ছাত্রদের পক্ষে যা বললেন তামিম-মুশফিক-আফিফরা


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪


ছাত্রদের পক্ষে যা বললেন তামিম-মুশফিক-আফিফরা
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সমর্থন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 


মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের পর থেকে ছাত্রদের এই আন্দোলনে যুক্ত হয়েছে সহিংসতা। দেশজুড়ে আহত হয়েছেন প্রায় শতাধিক শিক্ষার্থী। ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।


আরও পড়ুন: পাকিস্তান সিরিজে ব্যাটিং প্ল্যান নিয়ে যা ভাবছেন শান্ত


শিক্ষার্থীদের ওপর এমন হামলার ব্যাপারে শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিকুর রহিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাওহীদ হৃদয় শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। সেই পথেই হেঁটেছেন অনেক ক্রিকেটারই। 


দেশের ছাত্রসমাজের সঙ্গে একাত্মতা জানিয়েছেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমও। তিনি লিখেছেন, ‘টেকনাফ থেকে তেতুলিয়া কোন রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায়ে রেখে সবকিছুর সমাধান হোক।’


আফিফ হোসেন লিখেছেন, ‘দেশটা আমাদের সবার। আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের র*ক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রুপ নিবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি।’ 


আরও পড়ুন: ব্যাটিংয়ের পর বল হাতেও হতাশ সাকিব


জাতীয় দলেরই আরেক ওপেনার নাঈম শেখ লিখেছেন, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল সবুজের পতাকা আমার ভাই-বোনদের রক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক।’


এছাড়া পদকজয়ী আর্চার রোমান সানা তার ফেসবুক ওয়ালে মোনাজাতের ইমোজি দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। তাতে লেখা, 'শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের  প্রয়োজন।' 


জেবি/আজুবা