আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবেন দুই মন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪


আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবেন দুই মন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে। শিক্ষার্থীরা যখনই সময় দেবে তখনই বৈঠক করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।


বৃহস্পতিবার (১৮ জুলাই) সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।


আরও পড়ুন: আলোচনায় বসতে রাজি সরকার: আইনমন্ত্রী


আইনমন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে।”


আরও পড়ুন: বাড্ডা-রামপুরা: পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১


তিনি আরও বলেন, “মামলাটা সর্বোচ্চ আদালতে আছে। এই মামলা যখন আদালতে শুনানি শুরু হবে, সরকার একটা প্রস্তাব আদালতে দেবে। সেখানে সংস্কারের প্রস্তাব দেব। অতএব আপনারা বলতে পারেন আমরা কোটা সংস্কারের পক্ষে।”


এদিকে, শিক্ষামন্ত্রী বলেছেন, “আজ বিকেলেই এ বৈঠকটি হতে পারে।’


জেবি/এসবি