কুষ্টিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

এ সময় ওড়নার কাটা অংশ ঘটনাস্থলেই পড়েছিল
বিজ্ঞাপন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার পাবনা-কুষ্টিয়া মহাসড়কের পশ্চিম পাশের খালের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুলাই) বেলা তিনটার দিকে এই লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিলুপ্তির পথে খোকসার বাঁশ শিল্প
বিজ্ঞাপন
সরেজমিনে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকাবাসীরা খালের পাশে অবস্থিত পাট ক্ষেতে ঘাস কাটছিল। এসময় তারা হঠাৎ করে দেখতে পায় আম গাছের ডালে ওড়না ঝুলানো এবং তার নিচে মাটিতে পড়ে আছে একটি মধ্য বয়সী অজ্ঞাত মহিলার লাশ। এ সময় ওড়নার কাটা অংশ ঘটনাস্থলেই পড়েছিল। হলুদ রংয়ের সালোয়ার পরিহিত মহিলার গলায় সোনার চেন, দু'হাতে বালা ও দু'পায়ে সেন্ডেল ছিল।
তারা দ্রুত ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ভেড়ামারা থানায় নিয়ে যায়। তবে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন লাশ চিহ্নিত করতে পারে নাই। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, আমরা অজ্ঞাত একটি লাশ উদ্ধার করে থানায় এনেছি। লাশের পরিচয় এখনো সনাক্ত করতে পারি নাই। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএল/
বিজ্ঞাপন








