Logo

হঠাৎ ডিবি কার্যালয়ে মারজুক রাসেল

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৪, ০৩:২৪
হঠাৎ ডিবি কার্যালয়ে মারজুক রাসেল
ছবি: সংগৃহীত

বিশেষ করে আমার লেখালেখি, অভিনয়, জীবন-যাপন সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন- এগুলো ফেক পেজ

বিজ্ঞাপন

দেশের জনপ্রিয় গীতিকবি ও অভিনেতা মারজুক রাসেল। সম্প্রতি সময়ে কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে তার নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস, পোস্ট শেয়ার করা হচ্ছে। যেখানে সরকার বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, সাধারণ মানুষের মাঝেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। 

বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন এ গীতিকবি ও অভিনেতা। কারণ পেজটি তার নামে তৈরি করা হলেও, এই পেজের নিয়ন্ত্রণে তিনি নেই। অন্য কোনও ব্যক্তি অভিনেতার নাম ও ছবি ব্যবহার করে পেজটি পরিচালনা করছেন। 

বিজ্ঞাপন

যে কারণে রবিবার (২৮ জুলাই) রাজধানীর ডিবি কার্যালয়ে অভিযোগ জানাতে হাজির হয়েছেন মারজুক রাসেল। সেখানে ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে দেখা করেছেন তিনি। 

বিজ্ঞাপন


ডিবি কার্যালয়ে হাজির হয়ে সংবাদমাধ্যমকে মারজুক রাসেল  বলেন, “আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া পেজ থেকে দীর্ঘদিন ধরে উস্কানীমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, অভিনয়, জীবন-যাপন সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন- এগুলো ফেক পেজ।”

বিজ্ঞাপন

এই গীতিকবি বলেন, “আজ হারুন স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। যারা আমার নামে এই ফেক পেজগুলো চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। কারণ এই পেজগুলোর কারণে আমি আমার দর্শক, ভক্তদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD