নিজ বাসায় জনপ্রিয় মডেল খুন

৩ জন মিলে ক্রিটনকে একটি গাড়িতে হাসপাতালে নিয়ে যায়।
বিজ্ঞাপন
হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। তাকে খুন করা হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় তাকে হত্যা করা হয়। থাই পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে তার স্বামী।
ব্যাংকক পোস্ট জানায়, বৃহস্পতিবার( ১৮ জুলাই) সন্ধ্যায় ২৪ বছর বয়সী এই মডেলকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ক্রেটনের স্বামীর চিৎকারে দুই প্রতিবেশী ছুটে আসেন। ৩ জন মিলে ক্রিটনকে একটি গাড়িতে হাসপাতালে নিয়ে যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হঠাৎ ডিবি কার্যালয়ে মারজুক রাসেল
বিজ্ঞাপন
পুলিশ তার স্বামীর অসংলগ্ন আচরণ লক্ষ করেছেন। পুলিশকে তিনি জানান, ক্রিটন মানসিক অবসাদে ভুগছিলেন। আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকেরা বলছেন, আত্মহত্যা নয় তাকে খুন করা হয়েছে।
আরও পড়ুন: প্লিজ, দেশকে দেশের মতো চলতে দিন: নিপুণ
বিজ্ঞাপন
পুলিশ বলছে, “হত্যার ঘটনাকে আড়াল করতে তিনি এই নাটক সাজিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা।”
বিজ্ঞাপন
২০১৮ সাল থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ক্রিটন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি।
জেবি/এসবি








