নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ১২ শিক্ষার্থী আটক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৪


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ১২ শিক্ষার্থী আটক
ছবি: সংগৃহীত

কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে রাজধানীর বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিন নারী শিক্ষার্থীসহ ১২ জনকে আটক করা হয়েছে। 


সোমবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের আটক করে। এছাড়াও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শর্মি হোসেন।


আরও পড়ুন: রাজধানীর পল্টন মোড় থেকে ৪ আন্দোলনকারী আটক


এ শিক্ষক বলেন, আমরা আটকের এই ঘটনাকে ধিক্কার জানাই। শিক্ষার্থীদেরকে আমাদের কাছে ফেরত দিতে হবে। আমাদের ছাত্রদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। ছাত্রদের এইভাবে আটক করার ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত। আমি বিশ্ববিদ্যালয়ে কাজে এসেছিলাম এসে এই ঘটনা দেখলাম। আনুমানিক ১০ থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী রয়েছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। 


আটকৃতদের মধ্যে একজন মো. সাঈদ। পুলিশের প্রিজন ভ্যানের ভিতর থেকে চিৎকার দিয়ে তিনি বলেন, আমি বাজার করে বাসায় যাচ্ছিলাম আমাকে রিকশা থেকে নামিয়ে পুলিশ নিয়ে আসলো। আমি এখনো বুঝতেছি না কেন আমাকে এখানে নিয়ে আসা হল। আমার বাসা এখানে বসুন্ধরা ডি ব্লকে।


আটকৃত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহাবুবুর রহমান বলেন, আমি এখানে পাশেই থাকি। এখানে গাড়ি ঠিক করতে আসছিলাম। আমাকে জিজ্ঞেস করা হল তুমি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? আমি বললাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। তখনই আমাকে আটক করে পুলিশ। 


আরও পড়ুন: প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু


এর আগে, রাজধানীর গোয়েন্দা পুলিশের ‘হেফাজতে’ থাকা অবস্থায় কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের ৬ সমন্বয়কের আন্দোলন স্থগিতের বিষয়ে দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছেন অন্য সমন্বয়করা। 


বাহিরে থাকা সমন্বয়কেরা বলছেন, জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও ৯ দফা দাবি আদায়ে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


জেবি/এজে