Logo

কক্সবাজার পৌরসভার ৫৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
১ আগস্ট, ২০২৪, ০৩:১৮
93Shares
কক্সবাজার পৌরসভার ৫৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা
ছবি: সংগৃহীত

কক্সবাজার পৌরসভার ৫৯৮ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ১০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে

বিজ্ঞাপন

কক্সবাজার পৌরসভার ৫৯৮ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ১০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষনা করা হয়। 

বুধবার (৩১ জুলাই) বেলা ৩ টায় কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট উপস্থাপন করা হয়। কক্সবাজার পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘোষিত বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪১ কোটি ৩২ লাখ ৯৮ হাজার টাকা। রাজস্ব ব্যয় ৪০ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় দেখানো হয়েছে সর্বমোট ৫৫২ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সরকারী অনুদান ১ কোটি ২২ লাখ টাকা, রাজস্ব উদৃত্ত হতে আয় ৪ কোটি টাকা ও প্রকল্প খাতে অনুদান ৫৪৭ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা।

উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৫৪৯ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সরকারী অনুদান ১ কোটি ২২ লাখ টাকা, রাজস্ব উদৃত্ত হতে ব্যায় ৪ কোটি টাকা ও প্রকল্প খাতে ব্যয় ৫৪৪ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা।

বিজ্ঞাপন

পানি সরবরাহ খাতে দেখানো হয়েছে আয় ৮০ লাখ ৬৫ হাজার টাকা। এ খাতে ব্যয় ৯১ লাখ ৮৫ হাজার টাকা। মুলধন আয় দেখানো হয়েছে ২ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। মুলধন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫৫ হাজার টাকা।

বিজ্ঞাপন

প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ১০১ টাকা ৭১ পয়সা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৮১ হাজার ১০১ টাকা ৭১ পয়সা।

বিজ্ঞাপন

ঘোষিত বাজেট পর্যালোচনা করে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ সভাপতি আবুল কাসেম সিকদারসহ অন্যান্যরা।

এসডি/

বিজ্ঞাপন

 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD