শিক্ষার্থীদের তোপের মুখে পালালেন ইউটিউবার রাফসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৫ পিএম, ৩রা আগস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে টিএসসি থেকে পালিয়েছেন আলোচিত ইউটিউবার ‘রাফসান দ্য ছোটভাই’।
শনিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) থেকে তাকে পালিয়ে যেতে দেখা যায়।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করল আরও এক ব্যান্ড
সরেজমিন দেখা যায়, ‘রাফসান দ্য ছোটভাই’ তার নিজ গাড়িতে করে এলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি। এ সময় আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা করতে গেলেও কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় তিনি স্থান ত্যাগ করেন।
আরও পড়ুন: গানে গানে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাবেন সঙ্গীতশিল্পীরা
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, “সে এতদিন পর অ্যাটেনশন নিতে এসেছে। আমরা তার কাছে কৈফিয়ত চেয়েছি এতদিন পর কি করতে এসেছেন?”
শিক্ষার্থীরা ভুয়া ভুয়া দুয়োধ্বনি দেওয়ার আগে রাফসান শিক্ষার্থীদের বলেন, “আপনাদের প্রোগ্রামে সংহতি জানাতে এসেছি।” তবে শিক্ষার্থীরা তার কথায় কর্ণপাত করেনি।
জেবি/এসবি