ঢাকার সব খাবারই ভালো লেগেছে: মীর
11Shares

ছবি: সংগৃহীত
কলকাতার জনপ্রিয় উপস্থাপক ‘মীরাক্কেল’ খ্যাত মীর আফসার আলী এখন ঢাকায়। আসার পর থেকেই বিভিন্ন স্থানে ঘুরেবেড়াচ্ছেন আর ভিডিও তৈরি করছেন। মঙ্গলবার (২৯ ...
বিজ্ঞাপন
কলকাতার জনপ্রিয় উপস্থাপক ‘মীরাক্কেল’ খ্যাত মীর আফসার আলী এখন ঢাকায়। আসার পর থেকেই বিভিন্ন স্থানে ঘুরেবেড়াচ্ছেন আর ভিডিও তৈরি করছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে এসব কথা বলেন হিল্লোল।
অনেক দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন হিল্লোল। কিছুদিন আগে দেশে এসেছেন তিনি। যুক্তরাষ্ট্রে ফুড ভ্লগিং করেন তিনি। দেশে আসার পর মীরকে আমন্ত্রণ জানান তিনি।
বিজ্ঞাপন
ভ্লগিংয়ের বিষয়ে এই অভিনেতা বলেন, ‘আমরা যেটা করছি সেটাকে আর ফুড ভ্লগিং না বলে ফুড ডকু বলা যেতে পারে। আমি বা এখানে যারা আছেন তাদের এখন আর ভাইরাল হওয়ার কিছু নেই। যে ভিডিওগুলো করছি, সেগুলো যেন ২০-৪০-৫০ বছর পর কাউকে সাহায্য করে, সেটাই আমাদের চাওয়া।’
ঢাকায় আসার আগেই মীর জানান, ফুডকা দল নিয়ে বাংলাদেশে আসছেন তিনি। ফুড ভ্লগিং ‘ফুডকা’ নিয়েই রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরছেন, খাচ্ছেন। এমনকী সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিল তার টিম। ফুডকা টিম এক পরিসংখ্যান তুলে ধরে জানায়, ফুডকা ইউটিউব চ্যানেলে যে ভিউ হয় তার ২০ শতাংশ বাংলাদেশ থেকে। মূলত সেটা বাড়াতেই তাদের ঢাকা সফর।
এ সময় মীর আফসার আলী বলেন—‘আমার সবসময়ই প্রিয় খাবর বিরিয়ানি। ঢাকার সব খাবারই ভালো লেগেছে। তবে যেটা শকিং এবং ভুলতে পারব না, তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মরিচ-তেঁতুল চা।’
বিজ্ঞাপন
খাবারের ভ্লগ করছেন কিন্তু আপনি রান্না করতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে মীর বলেন, ‘আমি ভীষণ লজ্জিত। কারণ ডিম সিদ্ধ ছাড়া আর কিছু করতে পারি না।’
এর মধ্যে তারা মাওয়া গিয়েছিলেন, সেখানে ইলিশ খেয়েছেন। পুরান ঢাকার বিউটি বোর্ডিং, বিহারি ক্যাম্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ও ঘুরেছেন তারা। এছাড়া বিয়ে বাড়ির কাচ্চি খাওয়ার জন্য একটি বিয়ের অনুষ্ঠানেও হাজির হয়েছিল ফুডকা টিম। আগামী ১ এপ্রিল পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন মীর। এরপর ফিরে যাবেন কলকাতায়।
ওআ/
বিজ্ঞাপন








