ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়নি: আইন মন্ত্রণালয়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪


ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়নি: আইন মন্ত্রণালয়
ফাইল ছবি

আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কোনো প্রজ্ঞাপন এখন পর্যন্ত জারি হয়নি। তাই এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে আইন মন্ত্রণালয়।


শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না: শিল্প উপদেষ্টা


এতে বলা হয়, এখন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তাই এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশ করা থেকে বিরত থাকতে আইন মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।


আরও পড়ুন: পদত্যাগ করলেন আপিল বিভাগের ২ বিচারপতি


এর আগে দুপুরে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টমুখী লং মার্চ করেন শিক্ষার্থীরা।


বিকেল ৩টার দিকে সচিবালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, প্রধান বিচারপতি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেটি প্রধান উপদেষ্টার মতামত নেওয়ার পর রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।


একই দিন আপিল বিভাগের আরও ৫ জন পদত্যাগ করেন।


জেবি/এসবি