সেনাবাহিনীর সহযোগিতায় রামুতে রাবার বাগানের অর্ধশত একর সরকারি জমি দখল মুক্ত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪
কক্সবাজারের রামু উপজেলায় সরকারি রাবার বাগানের অর্ধশত একর জমি দখল মুক্ত করা হয়েছে।
রবিবার (১১ আগষ্ট) সেনাবাহিনীর সহযোগিতায় দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
রামু উপজেলার সহকারি কমিশনার মো. সাজ্জাদ জাহিদ রাতুল অভিযানের সত্যতা স্বীকার করেছেন।
আরও পড়ুন: কক্সবাজারে থানা পুলিশের সেবা সচল করতে সকল সহযোগিতা করা হচ্ছে: সেনাবাহিনীর জিওসি
তিনি জানিয়েছেন, রামুর লটউখিয়ার ঘোনা এলাকায় সরকারি জমিতে রাবার বাগান রয়েছে। ওই জমি একটি চক্র জবর দখল করেছিল। রবিবার সেনা বাহিনীর সহযোগিতায় অর্ধশত একর জমি দখল মুক্ত করা হয়েছে। ওখানে থাকা ২০ টি মতো ঘর উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র মতে, রামু উপজেলার লটউখিয়ার ঘোনা এলাকায় ১৯৬০-৬১ সালে ২৬৮২ একর সরকারি জমি বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের অধিনে রাবার বাগান করা হয়। ২০২২ সালে এপ্রিল মাসে প্রভাবশালী একটি চক্রটি বাগানে ৫০ একর জমিতে সৃজিত ৮ হাজার ৭০০টি রাবার গাছের চারা কেটে জবর দখল করে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর সেনাবাহিনী
রাবার বাগানের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী জানিয়েছেন, এপ্রিল মাসে প্রভাবশালী চক্রটি রবার বাগানের গাছ কেটে অর্ধ শত একর জমি দখল করে। রবিবার সেনা বাহিনীর সহযোগিতায় এসি ল্যান্ডের নেতৃত্বে জমি দখল মুক্ত করা হয়।
এমএল/